হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা বেলতলা এলাকায় চেকপোস্ট বসিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী আবু হোসেনকে (৪২) গ্রেফতার করেছে র্যাব -১২ সদস্যরা। সে নওগাঁর পত্নীতলা উপজেলার পূর্ব পাটিচড়া গ্রামের আফিজ উদ্দিনের ছেলে।
র্যাব-১২’র কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উল্লেখিত স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে র্যাব -১২ সদস্যরা। এ সময় চট্রগ্রাম থেকে নওগাঁগামী লবণ বোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে সাড়ে ৬৫ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক কাজে ব্যবহৃত ২টি মোবাইল, ২৩ হাজার ৬’শ টাকা ও একটি ট্রাক জব্দ করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।